উল্লাপাড়া

উল্লাপাড়ায় ঢালাইয়ের প্রথম দিনেই ভেঙে পরে সিঁড়ি ঘাট

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢালাইয়ের প্রথম দিনেই ভেঙে পরে সিঁড়ি ঘাটের মাঝ অংশ । প্রায় এক বছর পার হলেও ক্ষতিগ্রস্থ অংশ পুনঃনির্মাণ করা হয়নি । সরকারী অর্থায়নে গত ২০২১-২০২২ অর্থ বছরে সিঁড়ি ঘাটটি নির্মান করা হয় । সিঁড়িঘাটটি নির্মাণের দিনই মাঝের অংশ ভেঙে দুই ভাগ হয়ে যায় ।

উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া গ্রামে সরকারী খাস পুকুরে এলাকার জনসাধারণের গোসল করার শুবিধার্থে সিঁড়িঘাটটি নির্মাণ করা হয়েছে । সরকারের “ইউপি উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ প্রকল্প” থেকে গত ২০২১-২০২২ অর্থ বছরে সিঁড়ি ঘাটটি নিমানের জন্য ১ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয়া হয় । ওই প্রকল্পের সভাপতি কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম এর মাধ্যমে সিঁড়ি ঘাটটির নির্মান কাজ বাস্তবায়ন করেন কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আফজাল হোসেন।

সরজমিনে গিয়ে দেখা যায় সিঁড়ি ঘাটটির মাঝামাঝি অংশে ভেঙে দুই ভাগ হয়ে গেছে । এ বিষয়ে এলাকা বাসী জানায় নির্মান কাজে ত্রুটি থাকার কারণে সিঁড়ি ঘাট নির্মানের প্রথম দিনেই মাঝের অংশে ভেঙে পরেছে ।

এ বিষয়ে নির্মান কাজে নিয়োজিত কয়ড়া ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন জানান সিঁড়ি ঘাটটি নির্মানের সময় পুকুরের চালার বাহির পার্শ্বে বন্যার পানির ব্যাপক চাপ থাকায় এবং পুকুরের পার ভেঙে পানি পুকুরে প্রবেশ করায় পানির চাপে সিঁড়ি ঘাটটি ভেঙে পড়ে । তিনি অচিরেই সিঁড়ি ঘাটটির ক্ষতিগ্রস্ত অংশ পুনঃ নির্মান করে দেবেন বলে জানান ।

কয়ড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম বলেন এর নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা ইউপি সদস্যকে অবশ্যই ক্ষতিগ্রস্ত অংশের পুনঃনির্মাণ কাজ করে দিতে হবে। তিনি এর জন্য তাগিদ দেবেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন ভাঙা সিঁড়ি ঘাট নির্মানের সাথে জরিত ইউপি সদস্যকে পুনঃ নির্মানের জন্য বলা হবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২১/০৬/২০২৩