উল্লাপাড়ায় ডিবি পুলিশ কর্তৃক ২টি দেশীয় ওয়ানশুটার গান সহ এক আসামী গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ কর্তৃক ২টি দেশীযরী ওয়ান শুটার গান সহ আসামি মোঃ আব্দুল মতিন (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০মার্চ) রাত ২০ঃ১০ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার নেওয়ার গাছা গ্রামের জহুরা মহি উদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান সহ উক্ত আসামীকে অস্ত্র গ্রেফতার করেন, পুলিশ সুপার সিরাজগঞ্জ হাসিবুল আলম, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইন-চার্জ (ডিবি) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ নাজমুল হক ও তার সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায়। এ বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।