উল্লাপাড়া

উল্লাপাড়ায় ডাকাতির ঘটনায় ওসির সংবাদ বিজ্ঞপ্তি, ৩ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির ঘটনায় ওসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন গতকাল ১৪ লাখ টাকা ছিনতাই এর ঘটনা প্রাথমিক ভাবে বলা হলেও পরবর্তীতে দেখা যায় ডাকাতি সংঘটিত হয়েছিলো । ওই ডাকাতি ঘটনায় ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে । এরা হলেন উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান, কামারখন্দের চর-টেংরাইল এর মোঃ টুটুল,একই উপজেলার কর্নসূতী গ্রামের আব্দুস ছালাম। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে ।

এসব ডাকাত দলের সদস্যরা বৃহস্পতি বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে সোলাগাড়ী সড়ক সেতুর উপর মোটরসাইকেল নিয়ে সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে আরিফ খান নামের এক অফিস কর্মীর নিকট থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতি হওয়া টাকার মালিক উল্লাপাড়া মীর ট্রাভেলস ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংককে স্বত্তার্ধিকারী মীর মোঃ আব্দুল মান্নান জানান, তার অফিসের কর্মচারী আরিফ ঘটনার সময় উল্লিখিত টাকা উপজেলার পাঁচিলীয়া, হাটিকুমরুল এবং বোয়ালিয়া বাজার থেকে সংগ্রহ করে সিএনজি যোগে উল্লাপাড়া আসছিলেন। ওই সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে দুই ডাকাত দলের সদস্য বসে ছিল। আরিফ টাকার ব্যাগ নিয়ে একই সিএনজিতে উল্লাপাড়ায় আসছিলেন। সিএনজির পিছে পিছে দুটি মোটরসাইকেলে আরো ৪ জন ডাকাত দলের সদস্য আসছিলো । সিএনজিটি সোলাগাড়ী সেতুর কাছে পৌঁছিলে মোটরসাইকেল আরোহীরা গাড়িটির গতি রোধ করে এবং পিস্তল উঁচিয়ে আরিফের নিকট থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় আরিফের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যায় তার। তাকে রাস্তায় ফেলে দিয়ে ডাকাত দলের সদস্যরা বড়হরের দিকে পালিয়ে যায়। অনেক কষ্টে আহত আরিফ ঘটনাটি আব্দুল মান্নানকে ফোনে জানালে তিনি পুলিশ কে অবগত করেন।

পরে উল্লাপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া টাকার মধ্যে থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ টা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান যাদের কে গ্রেপ্তার করা হয়েছে এরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এরা বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ডাকাতি করে থাকে। তিনি আরো জানান ডাকাত দলের সদস্যদের সাথে আরো যারা জড়িত পুলিশ তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।

এ বিষয়ে ভুক্তভোগী মীর মোন্নাফ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ডাকাতি মামলা করেছে।