উল্লাপাড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১
রায়হান আলী,উল্লাপাড়া সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।( ১৬/০৪/১৯) মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় রাস্তা পাড়াপাড় হওয়ার সময় ইঞ্জিন ফকির (৬৫) এর মৃত্যু । সে বোয়ালিয়া গ্রামের মৃত জনাব আলী ফকিরের ছেলে। এলাকাবাসী জানান বোয়ালিয়া বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় সিরাজগঞ্জ রোড থেকে আসা উল্লাপাড়াগামী হাইড্রলিক্স ট্রাকটি ধাপা দেয় এসময় ঘটনাস্থলেই ইঞ্জিন ফকির মারা। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি,ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান এক পথচারী মৃত্যুর কথা শুনছি। আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে। এরআগে সাড়ে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে পূর্বদেলুয়া ব্রিজে ট্রাকচাপায় অটোরিকশা চালক আনাছ আলী (৩২) আহতের ঘটনা ঘটেছে ।