উল্লাপাড়া

উল্লাপাড়ায় জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় সোমবার সন্ধ্যায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পৌরশহরের ঝিকিড়া মহল্লা থেকে মহিলাসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও জিহাদী বই জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,- পৌর এলাকার ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম(৪৫), তার স্ত্রী এলিজা পারভীন(৩০), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আঃ গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল(৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী(৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী(৪৭) ও শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন(৩৭) ।

পুলিশ সূত্রে জানা গেছে এরা উপজেলা জামায়াত শিবিরের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) দীপক কুমার দাস জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, উল্লিখিত জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার সৃষ্টির লক্ষ্যে ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে সোমবার সন্ধ্যায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশকিছু জিহাদী বই জব্দ করেছে পুলিশ। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে ।