উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে বুধবার সকাল ৯ টায় উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়োজিদ আলম বর্তমান সরকারের মৎস্য চাষে বিভিন্ন সাফলতা তুলে ধরেন। এবারের প্রতিপাদ্য ছিলো মৎস্য সেক্টর সমৃদ্ধি সুনীল অর্থনীতি অগ্রগতি। সংবাদ সম্মেলনে তিনি জানান উল্লাপাড়ায় খাঁচায় মৎস্য চাষ করে চাষিরা স্বাবলম্বী হয়েছে। উপজেলার নদী গুলোতে খাঁচায় মৎস্য চাষে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এই উপজেলায় বিভিন্ন নদীতে ২৫০ টি মৎস্য চাষের খাঁচা বসানো হয়েছে । প্রত্যেকটি খাঁচা থেকে গড়ে ৮ শ কেজি করে মাছ উৎপাদন হচ্ছে, যা থেকে বার্ষিক আয় হচ্ছে ২০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে তিনি উল্লাপাড়ার মৎস্য চাষীদের বিভিন্ন ভাবে সহযোগিতার করার কথা বলেন।