উল্লাপাড়া

উল্লাপাড়ায় জম্ম ও মৃত্যু নিবন্ধন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার জম্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ( উপ সচিব) মোঃ তোফাজ্জল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গণি, বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। সভায় উপজেলার সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সচিব, ইউডিসিগণ উপস্থিত ছিলেন।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৩/০২/২০২৪