উল্লাপাড়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার ১০ জন ক্ষুদ্র নৃ- গোষ্টির ছাত্রীর মাঝে ১০ টি বাই সাইকেল বিতরণ ও এছাড়াও উপজেলার প্রার্থমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয় ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজনে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল কাদের রুমি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ ।
