উল্লাপাড়ায় চেয়ারম্যানের উদ্যোগ ফোন করলেই খাদ্য সামগ্রী পৌছে যাচ্ছে বসায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার করোনা ভাইরাসে ঘর বন্ধি কর্মহীন মানুষ যারা চক্ষু লজ্জায় সাহায্য চাচ্ছেন না, তারাদের ফোন কলের মাধ্যমে দুস্থ্য অসহায়দের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। অনেক পরিবার চক্ষু লজ্জার কারণে বা রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে খাদ্য সামগ্রী নেবার জন্য পরিষদে আসছেন না এমন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য তিনি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।
গঠন করেছেন স্বেচ্ছাসেবক দল। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু মোটরসাইকেল। দুস্থ, অভাবী বা কর্মহীন পরিবারগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এ কাজ করা হচ্ছে রাতে। স্বেচ্ছাসেবক দলের সদস্যগণকে পড়ানো হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী পোশাক। দু’দিন ধরে এই কার্যক্রম শুরু করেছেন চেয়ারম্যান আল-আমীন সরকার ।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমীন সরকার জানান, করোনার ভয়ে এলাকার বেশ কিছু পরিবার না খেয়ে থাকলেও বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। আবার অনেক পরিবার চক্ষু লজ্জার কারণে বা রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে খাদ্য সামগ্রী নেবার জন্য চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছেন না। এসব দিক বিবেচনায় তার ইউনিয়নের লোকজনকে বাঁচাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে তিনি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে রাতে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে ।