উল্লাপাড়ায় গ্রামবাসীদের সাথে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে মাটি ফেলছে ইউপি চেয়ারম্যান
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
গ্রামবাসীর সাথে সেচ্ছাশ্রমে মাটি ফেলে এক কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ করছেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার । তার সাথে যোগ দিয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী সহ ৪ গ্রামের ৫ শতাধিক মানুষ ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃঞ্চপুর হতে খোসালপুর-কালাসিনবাড়ি হয়ে চকরহিমপুর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙ্গে গিয়ে খানাখন্দেের সৃষ্টি হওয়ায় জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে । ওই রাস্তা দিয়ে যানবাহনতো দুরের কথা মানুষের স্বাভাবিক পায়ে হেটে চলাই দায় । চারটি গ্রামের শিক্ষার্থীদের জন্য স্থাপিত পশ্চিম কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েশ শতাধিক শিক্ষার্থীর চলাচলও ওই পথে। সামান্য ঝড় বৃষ্টিতে এ পথে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না । রাস্তা দিয়ে ৪ গ্রামের মানুষের কোন ধরনের মালামালও পরিবহন করতে পারে না । এ নিয়ে চারটি গ্রামের মানুষের মনে অনেক কষ্ট ক্ষোভ । এ বিষয়টি গ্রামবাসী পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকারকে জানায় । ইউপি চেয়ারম্যান রাস্তাটি সংস্কারে সরকারি অর্থায়নের জন্য বার বার চেষ্টা করেও সফল হননি । পরে তিনি চারটি গ্রামের মানুষদের নিয়ে সেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণের উদ্যোগ ন্যায় । গত সোমবার থেকে রাস্তাটি সংস্কারে সেচ্ছাশ্রমে মাটি কাটা শুরু হয়েছে । ইউপি চেয়ারম্যান নিজেই মাটি কেটে,টুকরি মাথায় নিয়ে গ্রামবাসীদের সাথে রাস্তায় মাটি ফেলছেন । তার সাথে সেচ্ছাশ্রমে যোগ দিয়েছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী সহ প্রায় ৫ শতাদিক গ্রামবাসী ।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ইউপি চেয়ারম্যান প্রায় ৫ শতাধিক মানুষকে সাথে নিয়ে রাস্তায় মাটি কাটার কাজ করছেন। গ্রামবাসীদের কাজে উৎসাহ দিতে তিনি নিজেই সকাল থেকে মাথায় টুকরি নিয়ে রাস্তায় মাটি ফেলছেন। গ্রামের নানা বয়সি মানুষ দল বেধে টুকরি, কোদাল নিয়ে যে যার যার মত কাজ করছেন। সেখানে মাটি কাটার কাজে নিয়োজিত পশ্চিম কৃঞ্চপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি বৃদ্ধ আবুল বাশার জানান, চেয়ারম্যানের মাটি কাটার কথা শুনে তিনি নিজেও মাটি কাটছেন । তার সাথে ওই ইউনিয়নের ইউপি সদস্য আউয়াল মন্ডল,সাবেক ইউপি সচিব রুহুল আমিন,সরকারি কর্মচারী জোবায়ের রহমান,স্কুলের খুদে শিক্ষার্থী সহ নানা বয়সি মানুষ সেচ্ছায় রাস্তা সংস্কারে কাজ করছেন।
ওই গ্রামের প্রবীন ভাশা মিয়া জানান,রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী । গ্রামের কৃষকরা কোন মালামাল আনা নেয়া করতে পারে না । এ রাস্তায় স্বাভাবিক চলাচল দায় হয়ে পড়েছে । ইউপি চেয়ারম্যান নিজে সবার সাথে মাটি কেটে রাস্তাটি ঠিক করে দিচ্ছেন । রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে, ৪ গ্রামবাসী নির্বিগ্নে এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে । তিনি উল্লেখ করেন মানুষের সেবায় এভাবে নিরলসভাবে কাজ করে আল আমিন সরকার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।
এ বিষয়ে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমীন সরকার জানান, চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ এই রাস্তাটি। সরকারি বরাদ্দ না পেয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে গত কয়েক দিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে । তিনি আরো বলেন প্রত্যেক মানুষকে তার সাধ্যমত সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে । সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতে চাই।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া জানান এটি একটি ভাল উদ্যোগ, সবাই এভাবে এগিয়ে এলে দেশ দ্রুত এগিয়ে যাবে । উল্লাপাড়া একটি বৃহত্তর উপজেলা, সরকারি ভাবে যে বরাদ্দ পাওয়া যায় তা দিয়ে পুড়া উপজেলার রাস্তা-ঘাট এক সাথে সংস্কার করা সম্ভব নয় । পর্যায় ক্রোমে সব রাস্তা নির্মান করা হচ্ছে ।