উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে সচেতনতা মুলক সমাবেস
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলে ধরা কিংবা গলা কাটা গুজবে আতংকিত না হতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক মায়েদের নিয়ে সমাবেশ করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সোমবার চারটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চারটি সমাবেশ করেছেন। বিদ্যালয় চারটি হলো-এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, সাম্প্রতিক সময়ে ছেলে ধরা কিংবা গলা কাটা এমন গুজব চলছে। এ গুজবে বিশ্বাস না করা এবং কেউ যেন আতংকিত না হয় এজন্যই তিনি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত মায়েদের নিয়ে এ সমাবেশ করছেন। তিনি আরো জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক দলের পক্ষ থেকে তিনি মায়েদের কাছে উপস্থিত হয়ে আতংকিত না হতে পরামর্শ দিচ্ছেন।