উল্লাপাড়া

উল্লাপাড়ায় গাইড ওয়াল ধ্বসে পড়ায় সেনগাঁতী সেতু হুমকির মুখে

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেতু নির্মানের ৩ বছরের মাথায় গাইড ওয়াল ধ্বসে পড়ায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের সেনগাঁতী সেতুটি হুমকির মুখে রয়েছে । প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গত ২০১৭-১৮ অর্থ বছরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন -,সেনগাঁতী সড়কের উপর সেনগাঁতী নামক স্থানে ৪০ ফিট দৈর্ঘের সেতুটি নির্মান করা হয় । সেতুটি নির্মানে ৪ টি ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকে ।

কয়েকদিন ধরে অতিবৃষ্টি পাতের ফলে সেতুটির দু পার্শ্বের গাইড ওয়াল ধ্বসে পড়ায় উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ফলে উপজেলার দূর্গানগর, মোহনপুর, কয়ড়া ও সদর ইউনিয়নের দক্ষিণ -পশ্চিম অংশের প্রায় দেড় লাখ লোক চলাচলে বিঘ্ন ঘটছে । চলতি বর্ষা মৌসুমে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে বৃষ্টি ও বর্ষার পানি ওই সেতুর দু’ পাশের ধ্বসে পড়া অংশ দিয়ে যদি প্রবাহিত হয়, তা হলে স্রোতের চাপে সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মীত সেতুটি সমূলে ধ্বসে পড়ার আশংকা রয়েছে । ফলে ৪ ইউনিয়নের মানুষের জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হবে । সেই সাথে সরকারের নতুন উন্নয়নও বাঁধাগ্রস্ত হয়ে পড়বে ।

সরজমিনে সেনগাঁতী গ্রামে ধ্বসে পড়া সেতুর গাইড ওয়াল দেখতে গেলে এলাকা বাসী জানান গাইড ওয়াল নির্মাণ কাজ নিম্ন মানের হওয়ায় অল্প সময়ের মধ্যেই ধ্বসে পড়েছে । এ ব্যাপারে দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবছার আলী জানান ফুলজোর নদী খনন কাজের সময় বেকোর আঘাতে গাইড ওয়াল ফেটে যায় । গত কয়েক দিন ধরে অতিবৃষ্টি পাতের ফলে ওই ফেটে যাওয়া স্থান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করায় গাইড ওয়াল ধ্বসে যায় । দ্রুত মেরামত কাজ শুরু করা হবে ।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান ভুঁইয়া জানান বেকোর আঘাতে ফেটে যাওয়া স্থান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে গাইড ওয়াল ধ্বসে পড়ে । সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধ্বসে পড়া গাইড ওয়াল পুঃনির্মানের নির্দেশ দেয়া হয়েছে ।