উল্লাপাড়া

উল্লাপাড়ায় গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় ফাঁসি দিয়ে আদুরী খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে । সে উপজেলার বড়হর ইউনিয়নের ইসলাম ভূতগাছা গ্রামের মৃত ইউনুস আলীর মেয়ে। বুধবার বেলা ২ ঘটিকায় নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায় গত সপ্তাহে আদুরীর বিয়ের কথা ছিলো। কিন্তু আদুরী প্রাপ্ত বয়স না হওয়াই উল্লাপাড়া থানা পুলিশ বিয়েতে বাঁধা দেয় এরপর বিয়ে হয়নি। পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার সরকার জানান আদুরী লেখাপড়ায় খুবই মেধাবী সে ১০ ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রিপন কুমার সাহা জানান লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।