উল্লাপাড়া

উল্লাপাড়ায় গরিব-দুঃখীর সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ গরিব-দুঃখীর সাথে ভাগাভাগি করে নিলেন এমপি তানভীর ইমাম । তাঁর নিজ অর্থায়নে সমাজের অবহেলিত প্রায় ১২ শত অসহায়, দুঃস্থ, গরিব- দুঃখী নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে এবারের ঈদ অনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেন ।

বৃহস্পতিবার সকালে তাঁর উল্লাপাড়ার সোনতলা গ্রামের নিজ বাসভবনের সামনে থেকে এমপি তানভীর ইমাম এর সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহিন ইমাম গরিব দুঃখীদের হাতে ওই শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ তুলেদেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উল্লাপাড়ার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান্ সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু প্রমুখ ।