উল্লাপাড়ায় খেলাকে কেন্দ্র করে আঃলীগ নেত্রী ও আঃলীগ নেতা একে অপরের মাথা ফাঁটালো
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুফে সংঘর্ষ । এ সংঘর্ষে দুই গ্রুফের দুই আওয়সমী লীগ নেতা একে অপরের মাথা ফাঁটিয়েছে । এ সংঘর্ষে উভয় পক্ষের আরো ১০ জন আহত হয়েছে । আহতদের সিরাজগঞ্জ সদর ও বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে । স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,এই ইউনিয়নের মহিলা আঃলীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ও ইউনিয়ন আঃলীগের তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউর রহমানের স্বজনদের মধ্যে ক্রিকেট খেলাকে কন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মহিলা আঃলীগ নেত্রী ফরিদা ইয়াসমিন এবং ইউনিয়ন আঃলীগ নেতা জিয়াউর রহমান একে অপরেট মাথা ফাটায় । আহতদের বগুড়া জিয়া মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় উভয় পক্ষের মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।