উল্লাপাড়ায় ক্রয়ের চেয়ে ৫ গুন বেশি মূল্যে পোশাক বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ার তৈরি পোশাক বিক্রির দোকানগুলোতে ক্রয়মূল্যের চাইতে ৪/৫ গুন বেশি মূল্যে পোশাক বিক্রির অপরাধে ৫ দোকানিকে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান আদালতের নেতৃত্ব দেন । পৌর শহরের খান শপিং সেন্টারে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। বিচারক মাহবুব হাসান স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন, এই শপিং সেন্টারের আজাদ স্টোর, আনিকা শপিং, সরকার শপিং পয়েন্ট, প্রাণ শপিং ও ফিরোজ শপিং এর দোকানে ৩০০ টাকার টি শার্ট ১৫০০ টাকার স্টিকার, ৫৫০ টাকার ফুল প্যান্টে ২৭৫০ টাকার স্টিকার, ৫০০ টাকার শার্টে ২২৫০ টাকার স্টিকার লাগিয়ে দোকানিরা ঈদ উপলক্ষে সাধারণ লোকজনের কাছে বিক্রি করছিলেন। এদেরকে প্রাথমিক ভাবে কম অর্থ জরিমানা করে পরবর্তি সময়ের জন্য শর্তক করা হয়েছে বলে উল্লেখ্য করেন মাহবুব হাসান।