উল্লাপাড়া

উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া যুব সমিতিতে  উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয় ।
বার্ষিক সাধারণ সভার সভাপতি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ইউসুফ আলী মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (কালব্) জুট গোমেজ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মধ্যে লটারি, সৌজন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 

২০/০৪/২০২৪