উল্লাপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন এমপি তানভীর ইমাম
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
সোমবার সকালে পৌর শহরের ঘাটিনা এলাকার কৃষক জহুরুল ইসলামের ২৫ শতক জমির ধান কেটে দেয়া হয় । সংসদ সদস্যের সাথে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও এ ধান কাটায় অংশ নেয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সংসদ সদস্য তানভীর ইমাম দলীয় নেতাকর্মীদের উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্থ কৃষকদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আহ্বান জানান।