উল্লাপাড়ায় করোনা সম্পর্কে গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
করোনা ভাইরাস সম্পর্কে জনগণের মধ্যে গুজব ছড়ানোর ও নাশকতা মামলার অভিযোগে মঙ্গলবার তৈয়ব আলী নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তৈয়ব আলীর বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, উপজেলার বজ্রাপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলী করোনা ভাইরাস সম্পর্কে কয়েকদিন ধরে জনসাধারনের মধ্যে গুজব ছড়িয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করেও যাচ্ছিলেন। এছাড়া নাশকতার মামলা সহ উল্লাপাড়া থানায় তৈয়ব আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।