উল্লাপাড়া

উল্লাপাড়ায় করোনা উপেক্ষা করে তানভীর ইমাম এমপি ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন অর্থ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে রমজান উপলক্ষে ও কোভিড-১৯ তে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ, এই করোনা মহামারিকে উপেক্ষা করে প্রতিটি ইউনিয়নে গিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম সমাজের ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী ঈদ উপহার ।

শুক্রবার দিনভোর উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান হাই স্কুল মাঠে, মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ও সোনতলা ইউনিয়ন পরিষদ চত্বরে, উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দূর্গানগরে ৩৪৭ জন, মোহনপুরে ৫০০ জন ও সোতলায় ৫ শত জন গরিব দুঃখী ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরন করেন উল্লাপাড়া-সলঙ্গার সুযোগ‍্য সফল মাননীয় জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা জনাব তানভীর ইমাম ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী এহসানুল হক সন্টু প্রমুখ ।