উল্লাপাড়া

উল্লাপাড়ায় করোনায় মৃত্যু-১, আক্রান্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ ১৩ জন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক মোঃ রেজাউন কবির পারভেজ। তিনি ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ৩০শে জুন বুধবার বিকেল ৫ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে….. রাজিউন)।

এ ছাড়াও উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন । এর মধ্যে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যানটিগেন টেস্টে(RAT) ৯ জন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের টেস্টে ৪ জন । বুধবার মোট উল্লাপাড়ায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।

এরা হলো- উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ার মোছাঃ লাইলি বেগম(৫০), কেয়া(৩১), উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মোতালিব(৪৩), কলেজপাড়ার ফুইজা বেগম(৬৩), উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া গ্রামের মোঃ রফিকুল আলম(৬৫), মোছাঃ কহিনুর আক্তার(৫১), মোঃ রাফি আলম(২২), মোঃ রেজাউর রেজা(৫৩), উপজেলার শাহজাহানপুর গ্রামের মারুফ(৩৬), তেতুলিয়া গ্রামের তানজিম রহমান(১৭), পাচিলিয়া গ্রামের মোঃ আরিফ হোসাইন(৩৪), আমান ফিটের কর্মচারী জামাল উদ্দিন(৪৮), আব্দুল মজিদ ৫১) ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়ার ৪ জন উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যানটিগেন টেস্টে(RAT) ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই উপজেলা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।