উল্লাপাড়ায় করোনায় আক্রান্ত নেই, হোম কোয়ারান্টাইনে ৮৩ জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি ? তবে চলতি মাসে বিদেশ ফেরত ২৩৬ জন প্রবাসীর মধ্যে ৮৩ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এরা সার্বক্ষণিক বিশেষ নজর দাড়িতে রয়েছে । মঙ্গলবার দুপরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে স্থানিয় সাংবদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চি করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, আবাসিক মেডিকাল অফিসার ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।