উল্লাপাড়া

উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে গলাকাটা লাশ উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রুবেল (৪০) নামে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়ার ধুনট উপজেলার শিয়ালি আপন গ্রামের শাহজাহান আলীর ছেলে। রোববার সকাল ৯টার দিকে উল্লাপাড়া পৌরসভাধীন হেলিপ্যাডের পাশে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, নিহতদের ভাই শাহ আলম উল্লাপাড়া থানা পুলিশকে জানিয়েছেন, রুবেলের সঙ্গে তার ভগ্নিপতির পারিবারিক ঝামেলা ছিল। রুবেল তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে দু’দিন আগে তার শাশুড়িকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া হাসপাতালে নিয়ে যান। তারপরে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে রোববার সকালে করতোয়া নদীতে রুবেলের লাশ ভেসে ওঠে। তিনি জানান, লাশের পেটেও ফাড়া রয়েছে। রুবেলকে হত্যার পর করতোয়া নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।