উল্লাপাড়ায় ওয়াল্টন কম্পানির শোরুম উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
রবিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলী পাড়ায় নতুন ভাবে, নতুন সাজে ওয়াল্টন কম্পানীর ইলেক্ট্রনিক্স সামগ্রির নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে । শোরুমটি উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব । উদ্বোধনের আগে ওয়াল্টন কম্পানীর উল্লাপাড়াস্থ ডিস্ট্রিবিউটার্স আরিফ ইলক্টনিক্সের পক্ষ থেকে এক বিরাট র্যালির আয়োজন করা হয় । ব্যান্ড বাদ্যবাজনা বাজিয়ে র্যালিটি পৌর সহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শোরুমে কাছে এসে শেষ হয়৷।
র্যালি শেষে ওয়াল্টন শো রুমে মিলাদ-মাহবিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি আরিফ ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতা, খন্দকার আঃ মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুব আলী মন্টু প্রমুখ ।