উল্লাপাড়ায় এসো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি
মোঃ আব্দুস ছাত্তার , উল্লাপাড়া :
উল্লাপাড়ায় “এসো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শিরোনামে অনুষ্ঠানটি বধুবার উল্লাপাড়া পৌর এলাকার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়। এতে তিনটি বিভাগে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম ও মুক্তিযোদ্ধার সন্তান বাচ্চু খোন্দকার স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্কুলের ইংরেজি শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু অনুষ্ঠান সঞ্চালনা করেন।