উল্লাপাড়ায় এশিয়ানটিভির বর্ষপূর্তি উদযাপন

 

উল্লাপাড়া প্রতিনিধি ঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১২ বর্ষে পদার্পন উপলক্ষে বর্ষপূর্তি পালন করা হয়েছে ।
রবিবার সকাল ১১টায় উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন এর আয়োজনে প্রেসক্লাবের হলরুমে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি কেক কেটে বর্ষপূর্তির উদ্ধোধন করেন । অনুষ্ঠানটি সঞ্চলন করেন দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কল্যান ভৌমিক।
বর্ষপুর্তি আলোচনা সভায় উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট ব্যবসায়ি আওয়ামী লীগের সিনিয়র নেতা নবী নেওয়াজ খান বিনু, উপজেলা সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ স্বপন, দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজুল ইসলাম সবুজ প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, এশিয়ান টিভি  অত্যন্ত স্বচ্ছ ও পরিস্কার পরিচ্ছন্ন একটি টিভি চ্যানেল । তার ধারাবাহিকতা বজায় রেখে আজ ১১  পেরিয়ে ১২ বছরে পা রেখেছে । আমরা আশা করি এই টিভি উল্লাপাড়ার পিছেয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নায়নের খবরসহ ধারাবাহিকতায় সরকারের সকল উন্নায়ন কর্মকান্ড তুলে ধরবেন । তারা এই চ্যানেলের উত্তর উত্তর মঙ্গল ও সাফলতা কামনা করেন ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২১/০১/২০২৪

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.