উল্লাপাড়া

উল্লাপাড়ায় এক হাজার কেজি পিরনহা মাছ আটক

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকার নিষিদ্ধ এক হাজার কেজি পিরহানা মাছ উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বর মৎস্য আরত থেকে আটক করেছে উল্লাপাড়া মৎস্য বিভাগ ।

রবিবার সকাল ৬ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম তার দলবল নিয়ে হাটিকুমরুল গোল চত্ত্বর এর মাছের আরত ঘেরাও করে ।

এ সময় ওই আরত থেকে ৫ ডাম ভর্তি এক হাজার কেজি পিরহানা মাছ আটক করে । পরে ওই মাছ পিক-আপে করে উপজেলা মৎস অফিসে নিয়ে আসে ।

এর পর উপজেলার ২৫ টি হাফিজিয়া মাদ্রাসায়ে বিতরণ করে দেওয়া হয় । উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম জানান পিরহানা মাছ চাষ করা সরকারিভাবে নিষেধ আছে । কারণ ওই মাছ কোনোভাবে পুকুর থেকে খোলা জলাশয় প্রবেশ করলে ওই খোলা জলাশয়ের অন্যান্য মাছ খেয়ে শেষ করে দেয় । যার কারণে ওই মাছ চাষ করা ও বিক্রি সরকারি ভাবে নিষেধ রয়েছে । তাই ওই মাছ আটক করা হয়েছে এবং উপজেলার ২৫ টি হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে । তবে মাছ আলাকে আটক করা যায়নি । সে টের পেয়ে আগেই পালিয়ে গেছে ।