উল্লাপাড়ায় এক রাতে ৫ টি ট্রান্সফরমার চুরি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক রাতে বোরো ধানের মাঠ থেক সেচ কাজে ব্যহৃত ৫ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামের মাঠে ।
চুরি হওয়া ট্রান্সফরমার পাচটির মালিকরা হলেন- সদাই গ্রামের কৃষক লাল মিয়া প্রামাণিক , আল আমিন আকন্দ ,জাহিদুল সরকার, নজরুল ইসলাম ও জহুরুল ইসলাম ।
সদাই গ্রামের কৃষক আব্দুল মতিন আকন্দ জানান বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো রবিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়েছে। ওই ৫ টি সেচ মেশিনের ট্রান্সফরমারের আওতায় সদাই গ্রামের মাঠের প্রায় একশো বিঘা জমির বোরো ধানে সেচ কার্য চালিয়ে আসছিলো । তিনি আরো বলেন সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পোল(খুটি) থেকে ট্রান্সফরমার গুলো চুরি হয়েছে । বিষয়টি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও উল্লাপাড়া মডেল থানাকে জানানো হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রবিউল ইসলাম বলেন সদাই গ্রামের মাঠ থেকে ট্রান্সফরমার চুরির বিষয়টি জেনে সেখানে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো আর চোর সনাক্ত ও ধরতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৫/০২/২০২৪