উল্লাপাড়ায় উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৫ শত মোটর সাইকেল বহর নিয়ে আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করেছেন ।
বুধবার বেলা ৯ টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোভাযাত্রা পৌর শহরের গুলিস্থান চত্বর থেকে বের হয় বোয়ালিয়া , হাটিকুমরুল , দবিরগঞ্জ , কুচিয়ামারা , গয়হাট্রা , কয়ড়া , মোহনপুর , রাজমান এলাকা হয়ে প্রায় ৭৬ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে সরকারী আকবর আলী কলেজে মাঠে এসে শেষ করেন । পরে বিকেল ৪ টায় উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সাভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম , উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ ।
মোটর সাইকেল বহরের এই বিশাল শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রায় যোগ দেয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৫/১০/২০২৩