উল্লাপাড়ায় উন্নয়ন, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ জেলা তথ্য বিভাগের প্রেস ব্রিফিং
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
বুধবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবে দেশের উন্নয়ন, অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস এ ব্রিফিং এর আয়োজন করে। জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের ব্রিফিং এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিশদ চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশে গ্রাম অঞ্চলে তৃণমূল পর্যায়ের লোকজন এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে। গ্রামের নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো বিনে পয়সায় অসচ্ছল ও দুস্থ পরিবারের লোকজনকে স্বাস্থ্যসেবা ও ওষধ সরবরাহ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় দেশের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী লোকজনের ভাতা প্রদান নিশ্চিত করা হয়েছে। মুক্তিযোদ্ধারা এখন নিয়মিত ভাতা পাচ্ছেন। দেশের গরীব জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপবৃত্তির সুযোগ পেয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তথ্য কর্মকর্তা আরো বলেন, নারীর ক্ষমতায়নে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ নারী কোটা সংরক্ষণ করা হচ্ছে। নারীদেরকে নিজের পায়ে দাড়িয়ে সাবলম্বী হবার নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাচ্ছে। যোগাযোগ ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন দৃশ্যমান। মাদক ও বাল্য বিয়ে রোধে ব্যাপক কর্মকান্ড তরান্বিত করা হচ্ছে। আবুল খায়ের বর্তমান সরকারের এই অগ্রযাত্রায় দেশের সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার আহবান জানান। প্রেস ব্রিফিং এ সহকারী জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। এর আগে জেলা তথ্য অফিস উপজেলার পূর্ণিমাগাতী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বিষয়ক চলচিত্র প্রদর্শন করে।