উল্লাপাড়া

উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে ও কোভিড-১৯ তে ক্ষতিগ্রস্ত অসহায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে রমজান উপলক্ষে ও কোভিড-১৯ তে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জিআর(নগদ অর্থ) ও ভিজিফ(নগত অর্থ) বিতরণ করা হয় ।

বুধবার বেলা ১০ টায় উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা তাফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ শত জন গরিব দুঃখী ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরন করেন উল্লাপাড়া-সলঙ্গার সুযোগ‍্য সফল মাননীয় জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা জনাব তানভীর ইমাম ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী এহসানুল হক সন্টু প্রমুখ ।