উল্লাপাড়া

উল্লাপাড়ায় ইয়াবা ও টাকাসহ ৮ জুয়াড়ী গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । গতকাল রবিবার রাত দশটার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা বাজার সংলগ্ন আহেজ আলীর বাড়িতে জুয়া খেলা অবস্থায় নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১২ পিছ ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করা হয়েছে ।

অাটককৃতরা হলো- উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা ভাগলগাছি গ্রামের চানু প্রামাণিকের ছেলে রিপন(৪২), খোরশেদ আলমের ছেলে ছাইদুর রহমান(৩২), রমজান আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম মন্ডল(৪৫), নুরুল ইসলামের ছেলে শামীম ইসলাম(৩৫), ছাত্তার আলী আকন্দের ছেলে আমজাদ আলী আকন্দ (৪৩), নজীম উদ্দিনের ছেলে আব্দুল হালিম(৪৫), গয়হাট্রা খোশালপুর গ্রামের সোহরাব আলীর ছেলে ধনি প্রামাণিক (২৮) ও গয়হাট্রা চক রহিমপুর গ্রামের ওসমান গণি সরকারর ছেলে আবুল কালাম আজাদ(৪৪)।

পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে গয়হাট্রা বাজার সংলগ্ন আহেজ আলীর বাড়িতে একটি ঘরে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে । উল্লাপাড়া মডেল থানায় এ বিষয়ে একটি মাদকদ্রব্য অাইনের ৩৬(৫) ধারা ও জুয়া অাইনের ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। সোমবার এদেরকে আদালতের মাধ্যমে এদেরকে জেলে দেওয়া হয়েছে ।