উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১২
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব ১২ স্পেশাল কোম্পানির সদস্যরা।
বুধবার দিবাগত রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান এর নেতৃতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরশহরের শ্যামলী পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃতরা হলেন শ্রীকোলা গ্রামের শহর আলী ছেলে মাসুদ রানা (৪১), ভদ্রকোল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে শাহ আলম (৩৭),। এসময় তাদের কাছ থেকে ০২ টি মোবাইলসেট, ০৩ টি সিমকার্ড জব্দ করেছে র্যাব। সিরাজগঞ্জ র্যাব ১২ স্পেশাল কোম্পানির ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের নামে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।