উল্লাপাড়া

উল্লাপাড়ায় ইট ভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইট ভাঙ্গানো গাড়ির নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গাড়ির চালক ছেলো । নিহত জাহাঙ্গীর উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ুইমুড়ি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া-মোহনপুর-ভাঙ্গুড়া জেলা সড়কের কয়ড়া বাজার জামে মসজিদের পাশে। জানা যায় মঙ্গলবার সকালে চড়ুইমুড়ি গ্রামের ক’জন শ্রমিক ইট ভাঙ্গানোর জন্য ইট ভাঙ্গা গাড়ি নিয়ে কয়ড়া সারোয়ার হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উল্লাপাড়া-মোহনপুর-ভাঙ্গুড়া জেলা সড়কের কয়ড়া বাজার জামে মসজিদের পাশে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে খাদের নিচে চলে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এঘটনা নিশ্চিত করে কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনিরুল ইসলাম জানান ইট ভাঙ্গানো গাড়ি যোগে ইট ভাঙ্গার জন্য কয়ড়া গ্রামের সারোয়ার বাড়ি যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে চালক জাহাঙ্গীর গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।