উল্লাপাড়ায় আশি উর্ধ স্বামী-স্ত্রীর ভোটপ্রয়োগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আশি উর্ধ বয়োবৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে স্বামী-স্ত্রী তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে এসেছেন ভোটকেন্দ্রে ।
মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়া পৌর এলাকার চর শ্রীফলগাঁতী গ্রামের ৮৫ বছর বয়সী মোঃ ইব্রাহিম মন্ডল তার স্ত্রী ৮২ বছর বয়সী মোছাঃ শহর বানুকে সঙ্গে নয়ে উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালায় ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিদ্যালয়ের গেটে বঞ্চের উপর এসে বসেন । এ সময় তাকে এ প্রতিনিধি জিজ্ঞেস করলে মোঃ ইব্রাহিম মন্ডল বলেন ভোট দেয়া নাগরিক অধিকার । তাই মনের টানে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে এসেছিলেন স্ত্রীকে নিয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২১/০৫/২০২৪