উল্লাপাড়া

উল্লাপাড়ায় আম পাড়াকে কেন্দ্র করে শ্রবণ প্রতিবন্ধীকে মারধোর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় আম পাড়ার অপারাধে শনিবার বিকেলে বেধড়ক মারধোর করা হলো শ্রবণ প্রতিবন্ধী নাজেম (১৪) কে। সে উল্লাপাড়া উপজেলার পংরৌহা গ্রামের জহির আলীর ছেলে এবং স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করে। জহির আলী অভিযোগ করেন, তার ছেলে পশ্চিমপাড়ার মৃত হযরত আলীর বাড়ির পাশের রাস্তার ধারের আম গাছ থেকে একটি আম পেড়ে খেতে খেতে বাড়িতে আসে। খবর পেয়ে হযরত আলী ছেলে জাহিদুল, গোলাপ ও আব্দুল পংরৌহা গ্রামে এসে প্রতিবন্ধী নাজেমকে জোড় করে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। এখানে তাকে বেধড়ক মারধোর করে ওই যুবেকেরা। এতে গুরতর আহত হয় নাজেম। তাকে উল্লাপাড়া কেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহির আলী এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। মারধরকারী যুবকদেরকে আটকের চেষ্টা চলছে।