উল্লাপাড়ায় আমার অহংকার ফেসবুক গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
স্টাফ রিপোর্টার: খাইরুল ইসলাম
সোমবার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছয় শতাধিক মানুষকে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাঙালি মো. আকরামুল ইসলাম এর সভাপতিত্বে ও গ্রুপের এডমিন মাসুদ রানার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ, পঞ্চক্রোশী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এম জি আর পাশা, ছাত্রনেতা মোঃ জুয়েল রানা, উদীয়মান সমাজ সেবক মোঃ মাহমুদুল হাসান মিলন, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য গ্রুপটির লক্ষ্য ও উদ্দেশ্য দমদমা গ্রামের শতভাগ সুশিক্ষায় শিক্ষিত করা, মাদকমুক্ত সমাজ গঠন করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ এবং যৌতুক মুক্ত দেশ গড়ার সহযোগিতা করা। ২০১৭ সালে গ্রুপটি চালু হওয়ার পর থেকে শুধু দমদমা গ্রাম নয় উল্লাপাড়া উপজেলা ব্যাপী মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে।