উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ আটক- ২
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় ২ অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। এ সময় অটক কৃতদের কাছ থেকে ১ একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্দার করা হয় ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদের নেতৃত্বে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামে অভিযান চালিয়ে দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৬) এবং পাবনার বাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে আনসার আলী (৩২) কে আটক করা হয়। সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান ওই ২ ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এদেরকে র্যাব ক্যাম্পে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।