উল্লাপাড়া

উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার সকালে আন্দোলনের নামে ঢাকায় বিএনপি-জামায়াতের অগ্নী সন্ত্রাস, গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উল্লাপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয় । পরে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশের ভ্সভাপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, মোঃ আরিফ বিন হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৩০/০৭/২০২৪