উল্লাপাড়া

উল্লাপাড়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫ জন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন । এ নিয়ে উল্লাপাড়া উপজেলায় মোট- ৩১২ জন করোনায় আক্রান্ত হয়েছে । সোমবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিডিকেল কলেজ হাসপাতালে করোনার টেস্টে এ রিপোর্ট দেওয়া হয় ।

করোনায় আক্রান্তরা হলেন- উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলার বড় হর ইউনিয়নের উলিপুর গ্রামের মোঃ আমিনুল ইসলাম (৪৮), তেতুলিয়া গ্রামের মোঃ আসলাম হোসেন(৩৩), পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মোঃ আব্দুল গফুর(৬০) ও উপজেলা কৃষি অফিসের কর্মচারী মোছাঃ রুনা খাতুন(২৫) ।

এদের মধ্যে উপজেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদককে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে উপজেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদককে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে তাকে জানানো হয়েছে । বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।