উল্লাপাড়া

উল্লাপাড়ায় অরক্ষিত ৪টি লেভেল ক্রসিং যান চলাচল ঝুকিপূর্ণ

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ২১ কিলোমিটার রেল পথে ৭টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৪টি অরক্ষিত এবং যান চলাচল ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে । এগুলো হলো উপজেলার বেদকান্দি, কামার গ্রাম, চাঁদপুর ও শ্যামপুর লেভেল ক্রসিং । কোনো সিগ্নালের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে । ঢাকা থেকে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও কলকাতা রুটে দিনরাত মিলে ১৮টি যাত্রীবাহী ট্রেন নিয়মিত দিনরাত ৩৬ বার চলাচল করে থাকে। এ ছাড়াও মাঝে মধ্যে মালবাহী ও জালানী তেলবাহী ট্যাংকার চলাচল করে। লেভেল ক্রসিং ৪ টি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনায় অনেক প্রানহানী হয়েছে । উল্লাপাড়া সহকারী রেল ষ্টেশন মাস্টার মোঃ আব্দুল হামিদ জানান, ঢাকা-ঈশ্বরদী রেল পথের উল্লাপাড়ায় মোট ৩টি রেল ষ্টেশন রয়েছে। ষ্টেশন ৩টি হলো- লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া ও সলপ। তিনি জানান এ রেল পথে ৭টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৪টিতে কোনো সিগ্নাল ম্যান নেই । তবে সতর্ক সংকেত হিসেবে রেল বিভাগ থেকে একটি করে সাইন বোর্ড লাগানো রয়েছে । এতে সাবধানতা ও নিজদায়িত্বে রাস্তা পারাপারের বিষয়ে লেখা রয়েছে । এ সব অরক্ষিত লেভেল ক্রসিং পার হয়ে অনেক দ্রুতগামী বহুসংখ্যক যানবাহন উপজেলা কামারখন্দ, বেলকুচি ও জেলা সদরে চলাচল করছে । গত ১৫ জুলাই উল্লাপাড়া উপজেলার সলপ রেল স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বে বেতকান্দি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বর-নববধু সহ ১১ জন বরযাত্রী নিহত হয় । নিহত লোকদের পরিবারের মধ্যে এখনো শোক বিরাজ করছে । সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম শোকাহত পরিবারদের সমবেদনা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন । ঘটনার ৩ দিন পর পশ্চিমাঞ্চল রেল কতৃপক্ষ ওই দুর্ঘটনার স্থলে অর্থাৎ বেতকান্দি লেভেল ক্রসিংয়ে অস্থায়ীভাবে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছেন । তাদের মধ্যে একজন কাজে যোগদান করেছেন ।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, ওই লেভেল ক্রসিংয়ের দু’পাশে বাঁশের দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একজন গেটম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।আরও একজন গেটম্যান সেখানে নিযুক্ত করার কথা রয়েছে। শুক্রবার সকাল থেকে গেটম্যান বিপ্লব কুমার দাস (৩০) ওই কর্মস্থলে যোগদান করেছেন। ওই লেভেল ক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়পাশে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু’একদিনের মধ্যে ওই রেল লাইনের আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান অরক্ষিত এই লেভেল ক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটতো । গেইটম্যান নিযুক্ত হওয়ার পর থেকে আমরা নিরাপদে চলাচল করতে পারছি। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান জানান, দূর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা এড়াতে ওই লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।