উপদেষ্টা ও সাংসদকে ঘিরে টিভি চ্যানেলের মিথ্যা খবরের প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
রাজাকারের তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নাম অন্তর্ভুক্তির ব্যাপারে বুধবার একটি বে-সরকারি টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম এবং সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমামের হাত রয়েছে বলে সংবাদ প্রচার হয়। প্রচারিত ওই সংবাদের প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়। এতে ওই বে- সরকারি টিভি চ্যানেলের মিথ্যা খবর প্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবারও দাবি জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, প্যানেল মেয়ল আমিরুল ইসলাম আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ। এদিকে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এক বিবৃত্রিতে প্রধানমন্ত্রীর রাজনৈকি উপদেষ্টা এইচ.টি. ইমাম ও তাকে ঘিরে একটি বে-সরকারি টিভি চ্যানেলে যে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারিত হয়েছে তার তীব্র নিন্দা জানান বলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন ।