উল্লাপাড়া

উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন কবিতা

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ

অবশেষে উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিবলী ইসলাম কবিতাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। জুলাই মাসের ২৩ তারিখে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের রির্টানিং অফিসার মোঃ আবুল হোসেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল ১০ মার্চ। ওই তারিখে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি (চেয়ারম্যান) ও মনিরুজ্জামান পান্না (ভাইস চেয়ারম্যান)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী ছিলেন। এদের একজন হলেন, রিবলী ইসলাম কবিতা এবং অপরজন সুমাইয়া পারভীন। প্রথম ধাপে যাচাই-বাছাই পর্বে সুমাইয়া পারভীনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করলে আদালত সুমাইয়ার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। পরে অপর প্রার্থী রিবলী ইসলাম কবিতা হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিল করেন। এ নিয়ে দীর্ঘদিন ওই পদে নির্বাচন স্থগিত হয়ে থাকে। শেষ পর্যন্ত রিবলী ইসলাম কবিতার আপিলে সুমাইয়া পারভীনের প্রার্থীতা আবারও বাতিল হয়ে যায়। আর এতে বিনা প্রতিদ্বন্ধিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রিবলী ইসলাম কবিতা। রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান রিবলী ইসলাম কবিতার নির্বাচিত হবার ব্যাপারে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বিষয়টি নিশ্চিত করেছেন।