সিরাজগঞ্জ

উন্নয়ের জন্য নৌকায় আবারো ভোট দিন- এমপি-হাবিবে মিল্লাত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বুুধবার (২৪ অক্টোবর’১৮) দুপুরে সয়দাবাদ ইউনিয়নের চেকপোস্ট এলাকায় মতবিনিময় সভা ও সয়দাবাদ চেকপোস্ট হতে এনায়েত পুর পাকা রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ কোটি টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধক ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন,সিরাজগঞ্জ -কামারখন্দের উপজেলার ব্যাপক উন্নয়ন করেছি বন্ধ সিরাজগঞ্জ কওমী জুট মিল খুলেছি,ট্রেন চালু করেছি,মেরিন একাডেমী, ২৫০ শয্যাবিশিস্ট সদর হসপিটালের নতুন ভবন, প্রায় শতাধিক স্কুলের নতুন ভবন, নতুন নতুন রাস্তা, ব্রীজ,নদী শাসনের জন্য সদরে ৪টি ক্রসবার,বিভিন্ন সরকারী ভবন করা হয়েছে।

শিয়ালকোলে মেডিক্যাল কলেজ , ৫০০ শয্যা বিশিস্ট হসপিটালের নার্সদের বসবাসের স্হান করা হচ্ছে ও সয়দাবাদে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিল্পপার্ক গড়ে তোলা হবে। সিরাজগঞ্জের আর তেমন কেউ বেকার থাকবেনা। সয়দবাদে শুধু রাস্তাঘাটের উন্নয়ন ছাড়াও শিল্পপার্ক ও অথনৈতিক অঞ্চল গড়ে উঠবে ।

তিনি আবারো বলেন,বিএন পি জামায়াত জোট ২০১৩ -১৪ সালে আন্দোলনের নামে নির্বাচনের আগে জ্বালাও পোড়াও করেছে মানুষ পুড়িয়ে মেরেছে। অতীতে যারা ক্ষমতায় ছিলো এই সয়দাবাদ এলাকায় আসেনি যমুনাতীরের মানুষের সুখ- দুঃখের সাথে থাকেনি। তারা ঘরে ঘরে বিদ্যুৎ দেয়নি,শুধু বিদ্যুৎ পোল নিয়ে খেলা ও হরিলুট করেছে তারা (বিএনপি-জামায়াত) বসন্তের কোকিল। তিনি আরো বলেন,
আপনারদের ভাগ্যের উন্নতির জন্য নৌকায় ভোট চাই। নৌকা মার্কাকে আবারো বিজয়ী করলে দেখবেন এ দেশ মালেয়েশিয়া সিংগাপুরের মত হবে ইনশাল্লাহ। বিশেষ অতিথি ছিলেন,
১০ নং সয়দাবাদ ইউনিয়নের সভাপতি জনদরদী ইউপি সদস্য আব্দুল আজিজ মন্ডল। সভাপতিত্বে বক্তব্য, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নবীদুুল ইসলাম। এ সময় শত শত আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও এলাকাবাসীর একাংশ উপস্হিত ছিলেন।