সিরাজগঞ্জ

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -এমপি সেলিনা বেগম স্বপ্না।

সিরাজগঞ্জঃ আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জ উদয়ণ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থা ও নিঝুম কল্যাণ সংস্থার আয়োজনে, রোববার (৪ নভেম্বর) বিকেলে এস এস রোডস্হ কয়লা পট্রিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -পাবনা মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করেছে, বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করেছে। রাস্তা ঘাট, ড্রেন কালর্ভাট, মেডিকেল কলেজ নির্মান, মেরিন টেকনোলজি নির্মাণ, শিল্পপার্ক, অর্থনৈতিক জোন,ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ণ, বিভিন্ন স্কুল কলেজ সরকারী করণ,চিকিৎসা সেবার মান উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা আওয়ামীলীগ নেত্রী আলেয়া পারভিন, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন,নিঝুম কল্যাণ সংস্হারর সভাপতি ও পৌর মহিলা আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সভাপতি
এসময় মহিলা আওয়ামীলীগ নেত্রী দীপালী রানী সাহা, রুনা পারভিন, মেহেনসহ ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।