সিরাজগঞ্জ

উন্নয়নের জন্য নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, উন্নয়নের জন্য ক্ষমতার ধারাবাহিকতা দরকার। তার প্রমাণ মালয়েশিয়ার মাহথির মোহাম্মদ। টানা ২২ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের চেয়েও দরিদ্র মালয়েশিয়াকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন তিনি।

১৩ মে (রবিবার) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় হাজী ওমর আলী কওমী মাদ্রাসা মাঠে নির্বাচনী ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে লুটপাটের রাজত্ব কায়েম করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে বর্জন করে শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি।