উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই – এমপি মমিন মন্ডল।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
বক্তব্যে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা মানেই দেশের উন্নয়ন। তাই আপনারা নৌকা মার্কার সাথেই থাকবেন।
সকালে বেলকুচি পৌর এলাকার জিধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব- নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, দুপুরে বেলকুচি উপজেলার নাগগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব- নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও বিকেলে বেলকুচি উপজেলার তামাই বাজার জিপিএস হইতে তামাই প্রভাকর বিদ্যানিকেন ভায়া তামাই কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি ভূমি কমিশনার শিবানী সরকার, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল আমিন, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বড়ধুল ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি ইয়াসিন মোল্লা, রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক বদর তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক খোকন তালুকদার সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।