উত্তর সিরাজগঞ্জ ডেকারেটর মালিক সমিতি’র উদ্যোগে বাল্যবিবাহ রোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
উত্তর সিরাজগঞ্জ ডেকারেটর মালিক সমিতি’র উদ্যোগে বাল্যবিবাহ রোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। সোমবার (২৮অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ীয়া বাজারের এম, মনসুর আলী রোডে তালুকদার মার্কেটে ওই জনসচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন, অত্র সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আসমত আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন,যুগ্ন-সম্পাদক আশরাফুল আলম,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থসম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সমাজসেবক মজনু মিয়া প্রমুখ। উক্ত জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মেয়েদের ১৮ এর নিচে বিয়ে নয়, ছেলেদের ২১ এর নিচে বিয়ে নয়, সামাজিক ভাবে বাল্য বিয়ে প্রতিরোধে সকল মানুষকে সচেতন থাকতে হবে । এছাড়া ও বাল্যবিয়ের নানা কূফল সর্ম্পকে আলোচনা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর বাল্যবিয়ে রোধের ভূমিকা ভূয়সি প্রশংসা করা হয়।