বেলকুচি

ইয়াবাসহ মাদক বিক্রেতা বেলকুচিতে আটক

২৬ মার্চ সোমবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দাউদ আলী (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।

এর আগে ২৫ মার্চ রোববার দিনগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক দাউদ উপজেলার চর ধুলঘাগড়াখালি গ্রামের গোলজার সরদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসেটসহ দাউদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে