দেশগ্রাম

ইয়াবাসহ বিক্রেতা আটক,সিরাজগঞ্জে

সিরাজগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ আব্দুল আজিজ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।আব্দুল আজিজ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ্য ঢলঢোব গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

২১ মার্চ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার ২০ মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।